বর্তমানে এলজিইডি, কক্সবাজারের অধীনে নিম্নলিখিত প্রকল্পসমূহ চলমান আছেঃ
১. পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচী
২. রুরাল ট্রান্সপোর্ট ইমপ্র“ভমেন্ট প্রজেক্ট-২ (RTIP-2)
৩. অংশগ্রহণমূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্প
৪. আরইআরএমপি-২ শীর্ষক প্রকল্প
৫. অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্প (IRIDP-2)
৬. উপজেলা মুক্তিযোদ্বা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প
৭. ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্বাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক প্রকল্প
৮. পিটিআই ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস মেরামত (PEDP-3)
৯. উপজেলা ও ইউনিয়ন সড়কে সেতু নির্মাণ প্রকল্প/উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মান (এলবিসি)
১০. গুরুত্বপূর্ণ ৯(নয়)টি ব্রীজ নির্মাণ শীর্ষক প্রকল্প (জমিঅধিগ্রহণ সহ)
১১. বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) শীর্ষক প্রকল্প
১২. বৃহত্তর চট্টগ্রাম জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) শীর্ষক প্রকল্প (মেরামত)
১৩. ইউনিয়ন সংযোগ সড়ক ও অবকাঠামো উন্নয়নঃ বৃৃহত্তর চট্টগ্রাম(চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) শীর্ষক প্রকল্প
১৪ . পরিবেশ অধিদপ্তরের আওতায় সেন্টমার্টিন জীববৈচিত্র অফিস ভবন ও ব্যারাক হাউজ মেরামতকাজ
১৫. মায়ানমার থেকে আগত আশ্রিতদের আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণের সুবিধার্থে উখিয়া ও টেকনাফ উপজেলাধীন বিভিন্ন ক্যাম্পের সংযোগ সড়ক উন্নয়ন কাজ
১৬. শহর ও ইউনিয়ন ভুমি অফিস ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ।
১৭. এমডিএসপি এর আওতায় কক্সবাজার জেলায় ৬২টি সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় নির্মান
১৮. কক্সবাজার বিমান বন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায় ) এর আওতায় বাঁকখালী নদীর উপর ৫৯৫মি: পিসি বক্স গার্ডার ব্রীজ নির্মান (এলজিইডি অংশ)